নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত, ফেরেননি শামি

0
2


বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আজ (১২ অক্টোবর)। এই সিরিজের পর অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। মাত্র ৩ দিন বিশ্রামের পর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে মাঠে নামতে হবে গৌতম গম্ভীরের শিষ্যদের।

কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিতের নেতৃত্বেই এই সিরিজ খেলবে ভারত। সহ-অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে।

ইনজুরির কারণে বছরখানেক ধরে দলে নেই মোহাম্মদ শামি। ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) রঞ্জি ট্রফির শুরুর অংশেও রাখেনি এই ডানহাতি পেসারকে। সংস্থাটির বার্ষিক সভায় যোগ দিয়ে মাঠে ফেরার বিষয়ে উত্তরপ্রদেশের এই গতিতারকা বলেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে তার কোনো তাড়া নেই। যখনই নিজেকে শতভাগ ফিট মনে করবেন দলে ফিরবেন শামি।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামী ১৬ অক্টোবর নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১ নভেম্বর, অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড সিরিজে জন্য ১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, রিশভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

/এমএইচআর