আবারও ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

0
0


ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। তেহরানের ড্রোন এবং মিসাইল প্রস্তুতকারক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। আল জাজিরার খবর।

বুধবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বাইডেন প্রশাসন। তারা জানায়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করে এই প্রতিষ্ঠানগুলো। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগের জেরেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকজন ব্যক্তিও রয়েছেন এই কড়াকড়ির আওতায়।

মার্কিন ট্রেজারির টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, ইরানের ইউএভি এবং তার প্রক্সিদের কাছে প্রচলিত অস্ত্রের প্রসারণ আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতা উভয়কেই ক্ষুণ্ণ করে চলেছে।

এর আগে, গেলো জানুয়ারিতে ইরানের ড্রোন নির্মাণের সাথে জড়িত সাত শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। সে সময় রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ করতে হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

আরও পড়ুন: কিয়েভ ও পশ্চিমারা শান্তির জন্য প্রস্তুত নয়: পুতিন

/এম ই