আখাউড়ায় ইয়াবাসহ দুই নারী আটক

0
4


আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার আকতার হোসেনের স্ত্রী দিলারা বেগম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিপনের স্ত্রী মারুফা আক্তার (২৮)।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের রাস্তার প্রবেশপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই দুই নারীর দেহ তল্লাশি করে ১৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, আটককৃতদের আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএআর/