গত তিনমাসে মারিওপোলে রুশ অভিযানে ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।
ইউপিআই’র এক প্রতিবেদনে বলা হয়, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের জরুরী বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, মারিওপোলে চালানো বর্বরতা এবং হত্যাযজ্ঞ আড়ালের চেষ্টা করছে রাশিয়া।
এদিকে, জাতিসংঘ বলছে ইউক্রেনে যেসব অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মারিওপোলের। সেভেরেদোনেস্কের অ্যাজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধদের সরিয়ে নিতে মানবিক করিডোরের ঘোষণা দিয়েছে রুশ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্কের কর্তৃপক্ষ।
/এনএএস