ভারতে করোনায় মৃত্যু প্রায় ১০ হাজার প্রতিদিনই নতুন রেকর্ড

0
7

করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করলো ভারত । সোমবার প্রাণ গেছে ৩৯৫ জনের। এ নিয়ে , বিশ্বে অষ্টম দেশ হিসেবে মোট মৃত্যু দশ হাজারের কাছাকাছি দেশটিতে।

২৪ ঘন্টায় নতুন সংক্রমন হয়েছে দেশটিতে ১০ হাজারের ও বেশি ।ফলে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের কাছাকাছি।

করোনা সংক্রমণের দিক থেকে ইউরোপের সব দেশকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ দেশ এখন ভারত।লকডাউন স্থীতিশীলের পরেই দেশটিতে দৈনিক গড় সংক্রমন ১০ হাজার ছড়ায়।