দেশে করযোগ্য ৬৮ শতাংশ মানুষ কর দেয় না: সিপিডি

0
3


দেশের করযোগ্য ৬৮ শতাংশ মানুষ কর দেয় না। যা মোট করদাতার দুই-তৃতীয়াংশ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এমন তথ্য জানিয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে ‘কর্পোরেট কর আদায়ে স্বচ্ছতা এবং বাংলাদেশের উদ্বেগ’ নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, ছায়া অর্থনীতি বা অপ্রাতিষ্ঠানিক খাতে কর ক্ষতি হচ্ছে বছরে ৮৪ হাজার কোটি টাকা। অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক খাতে রূপান্তর করা গেলে সামাজিক নিরাপত্তামূলক খাতের ব্যয় বাড়ানো যেতো ৩০০ ভাগ।

আরও বলা হয়, দেশে কর ফাঁকি যদি ৮০ শতাংশ হয়, তাহলে রাজস্ব ক্ষতি হচ্ছে ২ লাখ ২৩ হাজার কোটি টাকা। আর সেটি যদি ১৫ ভাগও হয় তাহলে ক্ষতির পরিমাণ ৪১ হাজার কোটি টাকা। বাংলাদেশে আর্থিক তথ্য গোপন করার প্রবণতা বেড়েছে বলেও জানানো হয়।

এদিকে, উদীয়মান অর্থনীতির দেশের জন্য কর জিডিপির হার ১২ থেকে ১৫ শতাংশ হওয়া উচিৎ বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে যা ৭ দশমিক ৯ ভাগ। এক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় থেকে পিছিয়ে আছে সরকার। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধে আগামী বাজেটে পদক্ষেপ নেবার তাগিদ দিয়েছে সিপিডি।

/এমএন