বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত 

0
3


বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আরিফ।

রোববার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকার আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালনা পর্ষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইকবাল আলী শিমুল ও মোহাম্মদ ওসমান গণি চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান পদে মো. রিয়াজ উদ্দিন খান ও মোহাম্মদ শফিকুল আলম জুয়েল নির্বাচিত হয়েছেন।

জেনারেল ক্যাটেগরিতে ১৬টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী শিমুল, মোহাম্মদ ওসমান গণি চৌধুরী, মামুনুর রশিদ, মো. আজফার আলী, সৈয়দ সোহেল হাসনাত, এসএম মাহবুবুর রহমান, মো. সাজ্জাদুর রহমান, এসএম এনামুল হক, মোহাম্মদ মুনতাসির রুবাইয়াত, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, তানজিল আহমেদ রুহুল্লাহ, আনিস উদ দৌলা, মো. এনাম-উল-হক, মোহাম্মদ রাশেদ এবং মো. আলী আকবর।

অ্যাসোসিয়েট ক্যাটেগরিতে ৮টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- মো. রিয়াজউদ্দিন খান, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, নাজমুল হক, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ আসলাম, মো. নজরুল ইসলাম এবং খায়রুল আলম (সুজন)।

ইউএইচ/