কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না: তথ্যমন্ত্রী

0
3


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। এ বিষয়ে আগামীকালের মাঝেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। দিনটি উপলক্ষ্যে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পীসমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। পরে এফডিসির অভ্যন্তরে অনুষ্ঠিত হয় র‍্যালি। আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সিনেমার সুদিন ধীর ধীরে ফিরে আসছে। নতুন সিনেমা হলও ধীরে ধীরে চালু হচ্ছে বলেও জানান তিনি।

এফডিসিতে চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন এবং ইভিএমের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ইভিএম কেনা এবং মেরামতের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার চেয়েছিল। রাশিয়া-ইউক্রেন সংঘাত ও বাস্তবতা বিবেচনায় নির্বাচন কমিশনকে এতো টাকা দেয়া সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবো বলেও জানান তিনি।

আরও পড়ুন: ২০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

/এম ই