আইএসকে সাহায্য করার চেষ্টায় মার্কিন সৈন্যের ১৪ বছরের জেল

0
2


মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনাদের ওপর হামলা চালানোর জন্য ইসলামিক স্টেট গ্রুপকে তথ্য দেয়ার প্রচেষ্টায় দোষী সাব্যস্ত একজন মার্কিন সৈন্যকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ( ডিওজে ) এ তথ্য জানায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেনারব নাম কোল ব্রিজ (২৪)। অভিযোগ রয়েছে, ব্রিজ গত বছরের জুনে, আইএস-কে সহায়তা প্রদানের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের হত্যার চেষ্টা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

ওহাইয়ো অঙ্গরাজ্যের একটি আদালত ব্রিজসকে ১৪ বছরের কারাদণ্ড এবং ১০ বছরের তত্ত্বাবধানে মুক্তি দেয়ার রায় দেয়।

আদালতের নথি অনুসারে, ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগদানকারী ব্রিজস অনলাইন জিহাদি প্রচার থেকে শুরু করে আইএসকে সহায়তা করার জন্য তথ্য সরবরাহ করার চেষ্টা করেছিলেন।

/এআই