Site icon Amra Moulvibazari

নেপালের মানচিত্রে বিতর্কিত ভারতীয় ভূখন্ড অন্তর্ভুক্ত

নেপালের মানচিত্রে বিতর্কিত ভারতীয় ভূখন্ড অন্তর্ভুক্ত

ভারতীয় ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে নেপাল সরকারের একতরফা মানচিত্র সংশোধনের পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি । দাবি, এ ঘটনায় বিঘ্নিত হবে দু’দেশের সীমান্ত সমঝোতা।

নেপালের দাবির পেছনে কোনো ঐতিহাসিক তথ্য-প্রমান নেই বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়। শনিবারে নতুন মানচিত্র অনুমোদন দিয়ে পার্লামেন্টে বিল পাস করে নেপাল ।

বিতর্কিত লিপুলেখ,কালাপানি ও লিম্পুয়াধুয়ার বিস্তীর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয় মানচিত্রে । এ ঘটনার পর উত্তেজনা বাড়ে দু’দেশের সম্পর্কে।

নয়াদিল্লির দাবি, নেপালের সিদ্ধান্তের কারণে বড় ধাক্কা খেলো, সীমান্ত আলোচনা। নেপালের একতরফা পদক্ষেপের জন্য, মোদি সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস।

Exit mobile version