নেপালের মানচিত্রে বিতর্কিত ভারতীয় ভূখন্ড অন্তর্ভুক্ত

0
5

ভারতীয় ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে নেপাল সরকারের একতরফা মানচিত্র সংশোধনের পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি । দাবি, এ ঘটনায় বিঘ্নিত হবে দু’দেশের সীমান্ত সমঝোতা।

নেপালের দাবির পেছনে কোনো ঐতিহাসিক তথ্য-প্রমান নেই বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়। শনিবারে নতুন মানচিত্র অনুমোদন দিয়ে পার্লামেন্টে বিল পাস করে নেপাল ।

বিতর্কিত লিপুলেখ,কালাপানি ও লিম্পুয়াধুয়ার বিস্তীর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয় মানচিত্রে । এ ঘটনার পর উত্তেজনা বাড়ে দু’দেশের সম্পর্কে।

নয়াদিল্লির দাবি, নেপালের সিদ্ধান্তের কারণে বড় ধাক্কা খেলো, সীমান্ত আলোচনা। নেপালের একতরফা পদক্ষেপের জন্য, মোদি সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস।