টিন বোঝাই ট্রাকে রংপুর যাচ্ছিলেন ধান কাটার শ্রমিকরা, দুর্ঘটনায় মারা গেলেন তিনজন, আহত ৫

0
2


নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (২৭ এপ্রিল) গতকাল মধ্যরাতে উপজেলার জিন্দা এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে টিন বোঝাই ট্রাক রংপুর যাচ্ছিল। সে ট্রাকে বগুড়া যাওয়ার জন্য যাত্রী হয়ে ওঠেন ৯ জন ধান কাটার শ্রমিক। জিন্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মারা যান শহিদুল, আয়েছ ও মজিদ। তাদের সবার বাড়ি জয়পুরহাটের কালাইয়ে। ঈদের আগে কুমিল্লা থেকে গ্রামে ফিরছিলেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে যায়।

/এডব্লিউ