বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শুধু সিরিজে লিড নয়, ২০২৪ বিশ্বকাপের প্রস্তুতির সূচনাটাও হলো দারুণ- এমনটাই বলছেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। যে আক্রমণাত্নক মেজাজে ভয়ডরহীন ক্রিকেটে খেলেছে দল সেটাকেই বড় অর্জন হিসেবে দেখছেন অধিনায়ক। এ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বড় স্বপ্ন এখন সাকিবের।
ফরম্যাট বদলায়, ক্যালেন্ডারের পাতা উল্টায়, সময় চলে যায়। শুধু বদলায় না বাংলাদেশের সাকিব আল হাসান। লোকে বলে, ম্যাজিকাল সাকিব, ম্যাজিসিয়ান সাকিব। চট্টগ্রামেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটে বলে গুড়িয়ে দিয়েছিলেন ওয়ানডের বিশ্ব সেরাদের। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও উড়িয়ে দিলেন ইংলিশদের। যেখানে কিনা মাত্র চার মাস আগেই বিশ্বচ্যাম্পিয়ন বাটলার জোফরা আর্চারদের ইংল্যান্ড; আজ সাকিবের কাছে পরাজিত সেই ইংলিশ দম্ভ।
বৃহস্পতিবার ২৬ রানে ১ উইকেটে নিয়েছেন বাংলাদেশের এই পোস্টার বয়, ব্যাটিংয়েও ছিলেন দুর্দান্ত। ২৪ বলে করেছেন মূল্যবান ৩৪ রান। তার মারকুটে ইনিংসে ছিল ছয়টি চারের মার। বলাই যায় রীতিমত শাসন করেছেন ইংলিশ বোলারদের।
ম্যাচে শেষে এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, যেভাবে আমরা খেললাম তা নিঃসন্দেহে দুর্দান্ত। জয়ের চেয়ে বেশি কিছু দলের কাছে চাইতে পারি না। প্রথম ১০ ওভারে আমরা কিছুটা খরুচে ছিলাম বটে কিন্তু বোলাররা কখনও ভয় পায়নি। সকলে জানতো, তাদের কী করা দরকার। বোলাররা পরিকল্পনা করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আটকিয়েছে। টি-টোয়েন্টিতে এমন পারফরমেন্স করলে কাউকে চিন্তা করা লাগে না।
এ দিন সাকিব নিজেই বাটলারের ক্যাচ মিস করেছেন। কথা বলার সময় সে বিষয়টিও তুলে এনেছেন। সাকিব বলেন, আমার ক্যাচ মিস বাদে সকলে খুব ভালো ফিল্ডিং করেছে। এটাই আমরা করতে চেয়েছি। আমরা ড্রেসিংরুমে এমন পরিবেশই তৈরি করার চেষ্টা করছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারবো।
ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই বাংলাদেশ দুটি বিশ্বকাপের প্রস্তুতি সারবে, সেটি আগেই জানানো হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা খুব ভালো শুরু করেছি। ২০২৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে।
শান্ত, রনি, হৃদয়রা ব্যাট করেছেন ভয়ডরহীন। তাদের এমন খুনে মানসিকতায় মুগ্ধ সাকিব। যা কাজে লাগাতে চান ২০২৪ সালের বিশ্বকাপে। সাকিব বলেন, এই মাইন্ডসেটই আমরা চেয়েছি। টি-টোয়েন্টিতে খুব বেশি ভাবার সুযোগ নেই। পারফর্ম করতে হবে- ড্রেসিংরুমে আমরা এটাই বলি। আশা করি, এই পরিবেশটা বজায় থাকবে। বিশ্বকাপের আগে ভালো একটা দল গড়াই আমাদের লক্ষ্য।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী রোববার (১২ মার্চ)। ঢাকায় সে ম্যাচে জিতলে নতুন ইতিহাস লেখা হবে সাকিব আল হাসানদের।
/এসএইচ