ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির ধান ক্ষেতের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার (৩০ মে) সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেত থেকে ধান কেটে ঘরে পৌঁছে দেন তিনি।
এই বিষয়ে জানা যায়, গত ২৪ মে দোহার উপজেলার বিলাসপুরে লাভলু শিকদার নামে এক ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়। ওই ঘটনার পর আক্রান্ত ব্যক্তির ক্ষেতের ধান কেটে দিতে কৃষকেরা অপারগতা প্রকাশ করে। তাই গত কয়েকদিন ধরে ক্ষেতের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান লাভলু শিকদার। এই বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরে করোনা আক্রান্ত ওই ব্যক্তির ধান কেটে দিতে ইচ্ছা পোষন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
শনিবার (৩০ মে) সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেতে ধান কাটার কাজে নেমে পড়েন নির্মল গুহ। ক্ষেত থেকে ধান কেটে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে দেন তারা।
নির্মল রঞ্জন গুহ বলেন, যে কোন দূর্যোগ – দূর্ভোগে জনগণের সেবক হিসেবে পাশে থাকাই স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নীতি। করোনা আক্রান্ত ব্যক্তি সমাজের কোন অপরাধী নয়, তারা আমাদের সমাজেরই অংশ, আমাদেরই কারো না কারো স্বজন। কষ্টে ফলানো ধান নিয়ে ওই ব্যক্তির দুর্দশার কথা জেনে আমি কোন দ্বিধাদ্বন্দ ছাড়াই এগিয়ে এসেছি। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষেতের পুরো ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছি। আমি নিজে এ কর্মকান্ডে উপস্থিত থেকেছি নেতাকর্মীদের প্রেরণা দেয়ার জন্য। আমরা চাই, স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মকান্ড হোক জনবান্ধব।