পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম। মাতৃভূমির হয়ে অসাধারণ পারফরমেন্সের জন্য আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে এ সম্মাননা দেয়া হবে।
মঙ্গলবার (২১ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানায়, ওই দিন (২৩ মার্চ) পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাবর এ সম্মাননা গ্রহণ করবেন এবং তিনিই হবেন ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার।
গত বছরের ১৪ আগস্ট এই পুরস্কারের জন্য বাবর আজমের নাম ঘোষণা করে পাকিস্তান সরকার। সম্প্রতি পুরস্কার দেয়ার দিনক্ষণও ঘোষণা করা হলো।
নবম পাকিস্তানি ও সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদকটি পেতে চলেছেন বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ব্যাটার বাবর আজম। এর আগে পদকটি গলায় পরার সৌভাগ্য হয়েছিল জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আজমল ও সরফরাজ আহমেদের।
/আরআইএম