করোনা চিকিৎসায় সফলতার দাবি করেছেন বাংলাদেশ মেডিকেলের রেসপিরেটরি বিভাগের প্রধান ডাক্তার তারেক আলম । তিনি জানান, বেশ কিছু রোগীর উপর ইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন প্রয়োগ ভালো ফল পাওয়া গেছে । মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষনা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আক্রান্তদের শরীরে ঔষুধ দু’টি প্রয়োগ করা হয় ।
পরে ডাক্তার তারেক আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান , দেড় মাসের গবেষনায় করোনা ভাইরাসের চিকিৎসার জন্য পেয়েছি আশার এক মুখ ।তিনি আরো জানান, যাদের টেস্ট করাতে পেরেছি তারা সবাই নেগেটিভ হয়ে গেছে এবং এই দুটি ঔষুধ একসাথে ব্যবহারে শতভাগ রোগী সুস্থ হবেন চারদিনে ।