রাজধানীতে ঐতিহ্যবাহী ভবন ভাঙার অভিযোগ

0
1


রাজধানীর পুরান ঢাকায় ঐতিহ্যবাহী একটি ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভবনটির একটি অংশ ২০ প্যারিদাস রোডে; আর মূল অংশটি ১ নম্বর হরিশ্চন্দ্র রোডে অবস্থিত।

জানা গেছে, সম্প্রতি ভবনটি কেনাবেচা হয়। নতুন মালিক ২-১ দিন আগে ভবনটি ভাঙা শুরু করেন। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে ইতোমধ্যে ভবন ভাঙার কাজ বন্ধ করে দিয়েছে রাজধানীর সূত্রাপুর থানা।

আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম জানিয়েছেন, নান্দনিক বৈশিষ্ট সম্পন্ন ঐতিহ্যবাহী এ ভবনটির গুরুত্ব অপরিসীম। অভিযোগ করেন, হাইকোর্টের রায় (রিট নং ৩৯৫৯/১৮ এবং রিট নং ৪৬৫৬/১৮) অমান্য করে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। ওই ভবনসহ রাজধানীর ঐতিহ্যবাহী বেশকিছু ভবন না ভাঙার বিষয়ে হাইকোর্টের আদেশ রয়েছে। এমনকি এসব ভবন ভেঙে নতুন ভবন তৈরি করার বিষয়ে অনুমতি না দিতে রাজউকের প্রতি হাইকোর্টের নির্দেশনা রয়েছে।

/এমএন