রাজশাহী ব্যুরো:
আগুনের ঝুঁকিতে রয়েছে রাজশাহীর ৪টি গুরুত্বপূর্ণ মার্কেট। এর মধ্যে, নগরীর আরডিএ মার্কেট, সমবায় মার্কেট, রাজশাহী নিউমার্কেট ও হরগ্রাম বাজার মার্কেট। ঢাকায় বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুঁকি বিবেচনায় এই মার্কেটগুলোতে পোস্টারিং ও মাইকিং করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় সকল ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই মার্কেটগুলোতে পোস্টার লাগানোর পাশাপাশি সচেতন মূলক মাইকিং করা হয়েছে।
রাজশাহী বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশে অগ্নিঝুঁকির পরিমাণ বেড়ে গেছে।আরডিএ মার্কেটসহ রাজশাহী নগরীর ৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এসব মার্কেটে অগ্নিনির্বাপক ব্যবস্থা অনেক কম। দুর্বল অবকাঠামো, মার্কেটের আশপাশে সরু রাস্তা। এমনকি এর আশপাশে নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা। নগরীতে পুকুরগুলোও ভরাট হয়ে যাচ্ছে বলে জানান তিনি।
ইউএইচ/