ফুটবলে আরেকটি সুখবর এলো কম্বোডিয়া থেকে

0
1


নেপালের কাঠমান্ডুত ভারতকে হারিয়ে নারী দলের সেমিফাইনাল নিশ্চিত করার দিনে ফুটবলে আরেকটি সুখবর এসেছে কম্বোডিয়া থেকে।

নমপেনে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। ১৯ মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন শফিক।

বাংলাদেশ প্রথম ম্যাচে হেরেছিল স্বাগতিক কম্বোডিয়ার কাছে। দুই ম্যাচে প্রথম জয় পাওয়ায় বাছাই পর্ব টপকানোর সম্ভাবনা টিকে থাকলো সাইফুল বারী টিটুর শিষ্যদের।

নারী দলের পর তরুণদে জয়ের খবরে খুশি ফুটবল অঙ্গন। এই খুশি পূর্ণতা পাবে অনূর্ধ্ব-১৭ দল বাছাই টপকাতে পারলে এবং মেয়েরা কাঠমান্ডুতে সাফের শিরোপা ধরে রাখতে পারলে।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।