পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের মূল অভিযুক্ত শামীম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীমের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, গত ১১ জুন ভাণ্ডারিয়ার ওই ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ করে শামীম। ওই ঘটনায় মামলা হলে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত।
র্যাব আরও জানায়, এর আগেও বিভিন্ন থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীমের বিরুদ্ধে মামলা রয়েছে। পেশায় সিএনজি চালক শামীম দশটিরও বেশি মামলায় একাধিকবার জেলও খেটেছেন।
ইউএইচ/