Site icon Amra Moulvibazari

‘আন্দোলনে মির্জা ফখরুল ব্যর্থ’, পদত্যাগের আহ্বান হাছান মাহমুদের

‘আন্দোলনে মির্জা ফখরুল ব্যর্থ’, পদত্যাগের আহ্বান হাছান মাহমুদের


আন্দোলনে ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুলকে বিএনপি থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার (২১ মার্চ) তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। আসলে ১০ ডিসেম্বর আন্দোলন ব্যর্থ হওয়ায় উল্টো তার উচিত খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র জমা দেয়া।

হাছান মাহমুদ আরও বলেন, দেশে যতো উন্নয়ন হয়েছে, তার অধিকাংশ সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অধীনে হয়েছে। সুতরাং ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে সফল। তার পদত্যাগের প্রশ্নই আসে না।

/এমএন



Exit mobile version