‘আন্দোলনে মির্জা ফখরুল ব্যর্থ’, পদত্যাগের আহ্বান হাছান মাহমুদের

0
0


আন্দোলনে ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুলকে বিএনপি থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার (২১ মার্চ) তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। আসলে ১০ ডিসেম্বর আন্দোলন ব্যর্থ হওয়ায় উল্টো তার উচিত খালেদা জিয়ার কাছে পদত্যাগপত্র জমা দেয়া।

হাছান মাহমুদ আরও বলেন, দেশে যতো উন্নয়ন হয়েছে, তার অধিকাংশ সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অধীনে হয়েছে। সুতরাং ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে সফল। তার পদত্যাগের প্রশ্নই আসে না।

/এমএন