বাংলাদেশে অবস্থানরত ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী ঢাকা ছেড়েছেন । ঢাকা বিমান বন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছেড়ে যায়।
ভারতীয় হাইকমিশন জানায়, নরেন্দ্র মোদীর ‘বন্দে ভারত মিশন প্রত্যাবাসন কার্যক্রমের অংশ এটি।ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলি দাশ বিমান বন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় দেন ।
তাদের সাথে মত বিনিময় করেন প্রথম পর্যায় এবার ইন্ডিয়ার ৭ টি ফ্লাইট শিক্ষার্থীদের শ্রীনগর, দিল্লী,মুম্বাই ও চেন্নাই নিয়ে যাবে।
প্রত্যাবাসনে সহযোগিতার জন্য হাইকমিশনের ধন্যবাদ জানায়, বাংলাদেশে লকডাউনে আটকে পড়া এসব শিক্ষার্থীরা।