ভোলা প্রতিনিধি:
ভোলায় মায়ের কাছে মোবাইল কেনার টাকার না পেয়ে মো. রাব্বি (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রাব্বি ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাকুচিয়ার গ্রামের ওমান প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে এবং মনপুরা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।
মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্ল্যাহ কাজল জানান, গতকাল রোববার রাব্বি তার মা লাকি বেগমের কাছে একটি স্মার্ট ফোন কেনার জন্য টাকা দাবি করেন। পরে রাতে তার মা ওমান প্রবাসী বাবা মো. সালাউদ্দিনকে জানালে সে ফোনে ছেলেকে গালমন্দ করেন। এতে অভিযান করে রাত ১টার দিকে ঘর থেকে বের হয়ে যায় রাব্বি। পরে পরিবারের সদস্যরা রাব্বিকে খুঁজতে থাকে। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের বসতঘরের পাশে পুকুর পাড়ের গাছে রাব্বিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা গভীর রাত ৩টার দিকে লাশ উদ্ধার করেছি। আজ সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।
তিনি জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মোবাইল ফোন কেনার টাকা না দেয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে পুরো বিষয়টি আরো তদন্ত চলছে।
ইউএইচ/