লন্ডন ডার্বিতে চেলসির আক্রমণভাগের খেলোয়াড় মিখাইলো মুড্রিকের মুখে লেজার নিক্ষেপের অভিযোগে গ্রেফতার হয়েছেন একজন আর্সেনাল সমর্থক। এমিরেটস স্টেডিয়ামে গানারদের কাছে ৩-১ গোলে পরাজয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন মুড্রিক। মাঠে ১৯ মিনিট থাকার সময়ই একাধিকবার তার মুখে লেজার নিক্ষেপের ঘটনা ঘটে। গোল ডটকমের খবর।
টেলিভিশনে দেখা গেছে, মাঠে নামার পর থেকেই একটি সবুজ লেজারের সার্বক্ষণিক লক্ষ্যবস্তুতে পরিণত হন মিখাইলো মুড্রিক। এরপর ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফুটবলার জানান, তিনি ঠিক আছেন।
এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আর্সেনাল নিশ্চিত করেছে যে, ম্যাচ শেষে সেই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে, ঘটনাটিকে আর্সেনাল ‘বিপজ্জনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, গত রাতের ম্যাচে লেজার নিক্ষেপ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের আচরণ বিপজ্জনক ও সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমরা পুলিশের তদন্ত ও কর্মকাণ্ডকে সমর্থন জানাই।
/এম ই