চুয়াডাঙ্গায় নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

0
1


প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো, আঠারখাদা গ্রামের সামিউল্লাহ (৮) ও একই গ্রামের হুজাইফা (১০)। স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে তারা গ্রামের একটি মন্দিরে পুজা দেখতে বের হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুজি করতে থাকে দুই পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে নদীতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখা যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

/এমএইচআর