কুড়িগ্রামে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

0
0


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মধ্যরাতে উপজেলা সদরের শিবেরডাঙ্গী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার দুলাল মিয়ার স্ত্রী।

চর রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা জানান, শরীরে গুরুতর আঘাত নিয়ে একজন মহিলাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন: ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, র‍্যাবের হাতে আটক ছোটভাই

এ বিষয়ে চর রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী জানান, খবর পেয়ে নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে। পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

এটিএম/