ইউক্রেনে ৩ মার্কিন যোদ্ধা নিখোঁজ

0
3


ছবি: সংগৃহীত

ইউক্রেনে নিখোঁজ হয়েছেন ৩ মার্কিন যোদ্ধা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন শঙ্কা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক নিখোঁজের বিষয়ে অবগত রয়েছে তারা। তাদের মধ্যে দু’জন রুশ সেনাদের হাতে আটক হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের দু’জনের নাম অ্যান্ডি তাই এনগক হুইন ও আলেক্সান্ডার ড্রুয়েক। তৃতীয় যোদ্ধার পরিচয় জানানো হয়নি।

এদিন মার্কিন নাগরিকদের ইউক্রেন সফর থেকে বিরত থাকার আহ্বান জানায় পররাষ্ট্র দফতর। সম্প্রতি এক টুইট বার্তায় তিন যোদ্ধার আটকের খবর জানান সাবেক এক মার্কিন কর্মকর্তা। এই খবর সত্যি হলে, এটিই হবে ইউক্রেনে যুদ্ধরত কোনো আমেরিকানকে গ্রেফতারের ঘটনা।

গেল সপ্তাহে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করায় তিন বিদেশি যোদ্ধাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দোনেৎস্কের একটি আদালতে। তাদের মধ্যে দু’জন ব্রিটিশ ও অপরজন মরক্কোর নাগরিক।

ইউএইচ/