প্রশাসনের তৎপরতার পরেও ঘরে থাকছে না মানুষ

0
6

সরকারি নির্দেশনার পর প্রশাসনের তৎপরতায় কয়েকদিন দেশের মানুষজন ঘরে থাকলেও আবারো বাইরে মানুষের ভিড় বাড়ছে। এদিকে আইইডিসিআর এর নির্দেশনা থাকলেও ঢাকা থেকে আসা লোকজনকে কোনো ভাবে ঘরে রাখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। লো
লোকজনকে ঘরে রাখতে হিমশিম খাচ্ছে মাঠ পর্যায়ের প্রশাসন।

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ জনপ্রতিনিধিরা দিনরাত কাজ করলেও তা মানছেন না অনেকেই। শহর এলাকাগুলোতে মানুষের চলাফেরা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গ্রামের অবস্থা শোচনীয়। বিশেষ করে ঢাকা থেকে আসা লোকজনকে কোনোভাবেই ঘরে রাখা যাচ্ছে না। হর হামেশাই তারা বাজারে ঘোরাফেরা, দোকানপাটে আড্ডা দিয়ে চলেছেন।

এদিকে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলেও ঢাকা থেকে আসাদের ঘরে রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন।