বর্তমান সংকট শুধু বিএনপির নয়, গোটা জাতি ও বাংলাদেশের: মির্জা ফখরুল

0
1


মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বর্তমানে সংকটময় সময় যাচ্ছে। এই সংকট শুধু বিএনপির নয়, গোটা জাতি ও বাংলাদেশের সংকট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ঢাকা জেলা পদযাত্রা শুরুর আগে নবাবগঞ্জে তিনি এ মন্তব্য করেন। বলেন, সবকিছুর দাম বেড়েছে। দেশে জীবনের কোনো নিরাপত্তা নেই।

এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপির কোনো আপত্তি নাই। তবে, জনগণের সরকার প্রতিষ্ঠায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। অবিলম্বে আওয়ামী লীগকে সংসদ থেকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এ সময় আহ্বান জানান মির্জা ফখরুল।

/এমএন