ত্রাণ বিতরণ নিয়ে অভিযোগ খোদ ত্রাণ প্রতিমন্ত্রীর এলাকায়

0
7
ত্রাণ বিতরণ

করোনা দুর্যোগে ত্রাণ বিতরণ নিয়ে সাভারে হতদরিদ্রদের মাঝে বাড়ছে ক্ষোভ ও হতাশা। এলাকার ভোটার না হলে মিলছে না ত্রাণ সহায়তা। এছাড়া আছে স্বজনপ্রীতির অভিযোগও। এভাবে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী।

করোনা ভাইরাসের এই দুর্যোগে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্ররা। তাদের সহায়তায় ত্রাণ বিতরণ করছে সরকার। সারা দেশে দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ত্রাণ প্রতিমন্ত্রীর এলাকা সাভারেও চলছে এই কার্যক্রম। তবে এই কার্যক্রমে খুশি নয় হতদরিদ্রা। অভিযোগ এলাকার ভোটার না হলে মিলছে না ত্রাণ। যারাও বা পাচ্ছেন তারাও পদে পদে শিকার হচ্ছে হয়রানির। এতে বাড়ছে ক্ষোভ ও হতাশা।

জনপ্রতিনিধিদের এমন ভুমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বলছেন খেয়ে না খেয়ে এখন একেকটি দিন কাটছে হতদরিদ্রদের। তাই অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত সবার আগে।

স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী বলছেন এমন আচরণের সুযোগ নেই। তিনি জানান, সব কাউন্সিলর, মেম্বারদের নির্দেশ দেয়া আছে। তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দেয়া হবে। এই তালিকা করতে আইডি কার্ড কিংবা পাসপোর্ট এসব কিছুর প্রয়োজন নেই। সুষ্ঠু ভাবে ত্রাণ বিতরণ করা হবে বলে আশা করেন ত্রাণ প্রতিমন্ত্রী।


মৌলভীবাজারে যুবলীগ নেতা নাসেরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


Our Official Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari