ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ২৯টি ল্যাপটপসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলা পৌর শহরের হাজিপাড়ার একটি ছাত্রানিবাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নওগাঁ জেলার মোবারকপুর পত্নীতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও রুহিয়া ঝাড়গাঁও এলাকার আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২), রুহিয়া ঘনিবিষ্টপুর এলাকার জব্বারের ছেলে আরিফুল ইসলাম (২১) ও রুহিয়া সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসের একটি কক্ষ থেকে ২৯টি ল্যাপটপসহ ওই চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে, অনলাইনের বিভিন্ন সাইট থেকে বিদেশি পর্নো মডেলদের কাছ থেকে ভিডিও ও ছবি সংগ্রহ করে সেগুলো এডিটিং করে দেশে ও দেশের বাইরে বিক্রি করে আসছে। তাদের এই কর্মকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে এবং প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইউএইচ/