নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৭ জুন) আদমজী ইপিজেডে পলমল গ্রুপের হামজা ফ্যাশনের নির্মাণাধীন ভবনে পাইলিং করার সময় সেখানকার গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্থ হয়ে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইতোমধ্যে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মূল গ্যাসের সংযোগটি বন্ধ করা হয়েছে, এখন সঞ্চালন লাইনে যে গ্যাস রয়েছে সেটিই সেখানে জ্বলছে, এই লাইনের গ্যাস শেষ হলেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানা গেছে।
তবে, যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশেই সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, যেকোনো সময় সেখানেও আগুন লাগতে পারে বলে আশঙ্কা রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা আগুনটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছি এবং কোনোদিক দিয়েই যেন এটি ছড়িয়ে পড়তে না পারে তাই সতর্কতার সাথে পানি ছিটিয়ে যাচ্ছি।
/এসএইচ