পাকিস্তানের নির্বাচক প্যানেলে আলিম দার

0
3


পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন সময়ের আলোচিত ও বিখ্যাত আম্পায়ার আলিম দার। তার সঙ্গে নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিও। শুক্রবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।

আলিম দারকে নির্বাচক প্যানেলে দেখে অবাক হয়েছেন অনেকেই। কয়েকদিন আগে আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসর ঘোষণা দেওয়া এই ক্রিকেটারের এখন বিশ্রাম থাকার কথা। সেখানে কিনা তিনি হয়েছেন ভাঙাচোরা পাকিস্তান দলের নির্বাচক। আগে থেকেই কমিটিতে থাকা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আসাদ শফিক ও অ‍্যানালিস্ট হাসান চিমার সঙ্গে কাজ করবেন নতুন তিনজন।

নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়নি দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনকে। কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। ২০২১ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত ভিন্ন ২৬ জন নির্বাচক নিয়োগ দিয়েছে পাকিস্তানের বোর্ড।

উল্লেখ্য, আম্পায়ার হিসেবে ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা সম্প্রতি দিয়েছেন আলিম দার। পেশাদার আম্পায়ার হিসেবে পাকিস্তানের ২০২৪-২৫ ঘরোয়া মৌসুমই তার শেষ।

/এমএইচআর