হাসপাতালের সরঞ্জাম কেনাকেটায় অনিয়মের অভিযোগের বিষয়ে রিপোর্ট করতে গেলে ডিবিসি নিউজের দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হামলার নির্দেশদাতা কাওসার ভূঁইয়াসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও ভিকটর ট্রেডিং করপোরেশনের মেডিক্যালের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম বিষয়ক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে রুমে আটকে রেখে মারধোর করা হয়। ক্যামেরা ভাঙচুর ও সব ছবি ডিলেট করতে বাধ্য করে প্রতিষ্ঠানটি। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাওছার ভূঁইয়া ও তার লোকজন এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: পেট্রোল পাম্পে তেল কম দেয়ার ঘটনা গুরুত্বের সাথে আমলে নিয়েছে ভোক্তা অধিদফতর
ভিকটর ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠানটি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যাওয়ায় অনুসন্ধানে যায় ডিবিসি নিউজ। শেরেবাংলা নগর থানায় জিডি করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জেডআই/