দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিতে আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী ।
বুধবার আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । এই বিজ্ঞপ্তিতে বলা হয় আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে সরকারের নির্দেশ অমান্য কারীদের কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।
করোনার বিস্তার ঠেকাতে গত ২৬ শে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষনা করে সরকার । এই সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হয় কিন্তু গত ২ দিন ধরে হোম কোয়ারেন্টাইনের বিষয়টি মানুষের মধ্যে ঢিলে ঢালা ভাব দেখার পরই এই নির্দেশা দেওয়া হয়েছে ।