বোয়ালমারীতে স্কুলে যাওয়ার পথে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম

0
1


বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিফাত শেখকে (১৫) স্কুলে যাওয়ার পথে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সিফাতকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিফাত জানান, বুধবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে মধুবর্নি মাঠের ভেতর পৌঁছালে জাবের ও তার কয়েকজন সঙ্গীসহ তার গতি রোধ করে তাকে লোহার রড দিয়ে মারধর করতে থাকে। এ সময় জাবেরের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দিলে সিফাত মাটিতে পড়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সিফাত আরও জানান, কিছু দিন আগে সিফাতের ক্লাসের বন্ধু আল আমিনকে জাবের মারধর করে। সে সময় ওই ঘটনা সিফাত মিমাংসা করে দেয়। সেই সূত্র ধরে তারা তাকে কুপিয়ে আহত করেছে।

মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুজ্জামান বলেন, তার স্কুলের ছাত্র সিফাত স্কুলের আসার পথে স্কুলের রাস্তা মধুবর্নি মাঠের ভেতর পৌঁছালে জাবের ও তার বন্ধুদের নিয়ে সিফাতের ওপর হামলা করে তাকে কুপিয়ে আহত করে। সে বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনা জানতে পেরেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান।

এটিএম/