মামলার জট কমাতে বিচারকদের নির্দেশনা দেয়া হয়েছে: প্রধান বিচারপতি

0
0


সাতক্ষীরা প্রতিনিধি :

মামলার জট কমাতে বিচারকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে মামলার জট কিছুটা কমেছে। এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি।

বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জজ আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তারা দূর দূরান্ত থেকে আদালতে গিয়ে যেনো একটু বসে বিশ্রাম নিতে পারে সেজন্য এটা করা হয়েছে।

প্রধান বিচারপতির আগমনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ১৯৭৪-৭৫ সালে লেখাপড়াকালীন সাতক্ষীরা সরকারি কলেজের স্মৃতিচারণ করেন বিচারপতি। ১৯৭৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

ইউএইচ/