নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো কথা বলবে না জাপান

0
2


ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে জাপান কোনো কথা বলবে না বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বুধবার (৩ মে) রাজধানীর বারিধারায় জাপান অ্যামবাসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে জাপানের মনোভাব জানতে চাইলে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, এটি এদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আর অভ্যন্তরীণ কোনো ব্যাপারে আমি অবশ্যই কোনো মন্তব্য করবো না।

এ সময়, রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, বাংলাদেশের সাথে সামরিক ও নিরাপত্তা খাতে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাপান। এজন্য ঢাকা নতুন স্কিমে টোকিও থেকে সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি ক্রয় করবে।

তিনি আরও বলেন, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের উদ্যোগে গঠিত কোয়াড কোনো সামরিক জোট নয়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের সংযুক্তি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে সাংঘর্ষিক নয় বলেও উল্লেখ করেন জাপানি রাষ্ট্রদূত।

/এসএইচ