কুমিল্লায় দুর্ঘটনাকবলিত ট্রেনে ছিলেন নির্বাচন কমিশনের ১২ কর্মকর্তা

0
0


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে মালাবাহী ট্রেনকে ধাক্কা দেয়া যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসে নির্বাচন কমিশনের (ইসি) ১২ জন কর্মকর্তা ছিলেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনার বাংলা এক্সপ্রেসে থাকা ইসির কর্মকর্তারা হলেন, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার ব্যক্তিগত সহকারী (পিএস) হাবিবা আক্তার, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগে কর্মরত।

জানা গেছে, তারা সবাই চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ফিরছিলেন। সবাই এক কোচেই ছিলেন। এরমধ্যে অনেকেই আহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুইটি ট্রেনই চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। এরমধ্যে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস।

এই দুর্ঘটনায় বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

/এমএন