রোহিঙ্গা ক্যাম্পে মিললো অটোমেটিক অ্যাসল্ট রাইফেলসহ ৫ আগ্নেয়াস্ত্র

0
0


কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাঁড়াশি অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অটোমেটিক অ্যাসল্ট রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫শ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন জানান, উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চালানোর সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা জবাব দেয় পুলিশও। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর পিছু হটে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

পরে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি অটোমেটিক এসল্ট রাইফেল ও ৪৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের আস্তানায় অভিযান চালায় এপিবিএন। সেখান থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানান ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তরিকুল ইসলাম।

/এডব্লিউ