দেশ এখন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। জাতি এমন একটা সময় পার করছে, যখন সমাজকে বিভক্ত করা হয়েছে, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ তখনই সার্থক হয়, যখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভীতি সৃষ্টি করা যায়। এখন আর কাউকে নিষেধ করতে হয় না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে বাকস্বাধীনতা এমনিতেই আটকে গেছে। এখন সবাই নিজেই নিজের সেন্সর করছেন।
/এমএন