অভিনব কায়দায় বিদেশি মদ সরবরাহ করার সময় আটক ১

0
2


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের মাওনায় ফলের ঝুড়িতে করে অভিনব কায়দায় বিদেশি মদ সরবরাহ করার সময় শাকিল আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা দু’টি ফলের ঝুড়ি থেকে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার হয়।

শাকিল মাওনা বারতোপা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদক আইনে শাকিলের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এটিএম/