মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি: ওবায়দুল কাদের

0
0


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে আওয়ামী লীগের অনেক কথা হয়েছে। সে একবারও নির্বাচন নিয়ে উদ্বেগের কথা বলেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের (আমেরিকা) কোনো মাথা ব্যথা নেই। আমেরিকা শুধু বিএনপিকে নয়, আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানিয়েছে।

ওবায়দুল কাদের জানান, আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেয়া হবে। ইতিহাস বলে দেয় আগুন সন্ত্রাস কর্মকাণ্ডগুলো বিএনপি করছে। বিএনপি সামর্থবানদের নিয়ে ইফতার খায়, আর আওয়ামী লীগ গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করে। এই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

এদিকে, এদিন পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

/এমএন