কক্সবাজারে নিখোঁজের ১৪ দিন পর শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0
2


কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর আরিফ নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বাড়ির পার্শবর্তী পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা। নিহত মো. আরিফ স্থানীয় পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন।

এদিকে, নিহতের পরিবার মরদেহটি শনাক্ত করেছেন। পরিবারের সদস্যরা বলেন, মরদেহটিতে পঁচন ধরলেও পরনের গেঞ্জি ও চেহেরা দেখে এটি আরিফের দেহ বলে তারা নিশ্চিত হয়েছেন।

নিহতের পরিবার দাবি করেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে পেকুয়া সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আরিফকে সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

/আরএইচ