Site icon Amra Moulvibazari

জেলা প্রশাসনের অভিযানে গ্রেফতার সাংবাদিক রিগ্যানের জামিন মঞ্জুর

জেলা প্রশাসনের অভিযানে গ্রেফতার সাংবাদিক রিগ্যানের জামিন মঞ্জুর

জামিন পেয়েছেন কুড়িগ্রামে জেলা প্রশাসনের অভিযানে গ্রেফতার সাংবাদিক আরিফুর রহমান রিগ্যান । সকালে তার জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট । এভাবে অভিযান চালিয়ে সাংবাদিক গ্রেফতার করা বিধিসম্মত হয়নি বলে জানিয়েছেন , রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন । তিনি জানান , এ ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি । আজকের মধ্যে দেয়া হবে প্রতিবেদন ।

শনিবার মধ্যরাতে সাংবাদিক আরিফুলের চৌড়া পাড়ার বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত । দেশিয় মদ ও ১০০ গ্রাম গাজাঁ উদ্ধারের দাবি তাদের । পরে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে পরিবারে দাবি জেলা প্রশাসনের অনিয়ম নিয়ে রিপোর্ট করায় ফাঁসানো হয়েছে তাকে ।

একটি অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিভিউনের কুড়িঁগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর উভয় পক্ষের শুনানি হয়েছে । ২৫ হাজার টাকা বন্ড দে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় জামিন মঞ্জুর করেছেন । আপিল শুনানির জন্য চলমান রয়েছে । আমরা সম্পূর্ণ ব্যাপারটা তার অফিসের উপর ছেড়ে দিয়েছি । তার অফিসের লোকজন আসবে এবং তাদের মাধ্যমে আমরা আপিল করবো । তারা যেভাবে করতে বলবে আমরা সেভাবেই করবো ।

 


Visit Our Officiall Page : Amra Moulvibazari

Exit mobile version