বিয়েবাড়িতে নাচতে নাচতেই আচমকা পড়ে গিয়ে মৃত্যু হলো এক তরুণীর। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানাতে। খবর ইন্ডিয়া টাইমসের।
খবরে বলা হয়, তেলেঙ্গানার খাম্মান এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠানে মৃত্যু হয়েছে রানি নামের এক তরুণীর। গত ১৬ মার্চ তার মৃত্যু হলেও ঘটনাটি প্রকাশ্যে আসে গতকাল সোমবার।
পুলিশ জানায়, রানি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে কনেকে বরের বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছিল। সেই সময় রীতি অনুযায়ী নারীরা গানের তালে তালে নাচছিলেন। বাকিদের সঙ্গে রানিও পা মেলান। কিন্তু কিছুক্ষণ নাচের পরেই তিনি অসুস্থ বোধ করেন। হঠাৎ দেহের ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে বিয়েবাড়ির লোকজন রানিকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ইউএইচ/