ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন লিটন দাস

0
3


ছবিটি নিজের ফেরিভাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন লিটন কুমার দাস।

ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। নিজের ফেরিভাইড ফেসবুক পেইজে একটি ছবি সংযুক্ত করে সবার দোয়া চেয়েছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ইংল্যান্ডের পথে। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’

আইপিএলে ব্যস্ত থাকায় দলের দুই বহরের সাথে ইংল্যান্ড যেতে পারেননি লিটন। যদিও একটি মাত্র ম্যাচ খেলে ঢাকায় ফিরতে হয়েছে তাকে। এদিকে আইপিএলে থাকা আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি ইংল্যান্ড নয়; ধরবেন দেশের ফ্লাইট। এরপর বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।

মূল সিরিজে নামার আগে চেমসফোর্ডে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আর ৯ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এএআর/