শাহরিয়ার খাঁন সাকিব: মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুনীড় সামাজিক সংগঠন ও সবাই মিলে নতুনত্ব ধরি (সমনধ) এর যৌথ উদ্যোগে
শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় টিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান দরুদ এর সঞ্চালনায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আরফিন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুল আমিন, ধর্ম সম্পাদক মেরাজুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াংকা শেখ এমি, নারী নির্যাতন প্রতিরোধ ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা আফসানা আক্তার মিমি, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু উন্নয়ন বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার মুন্নি, সদর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কার্যকারী সদস্য আশিক আহমদ, পিয়াস দাস, সবাই মিলে নতুনত্ব ধরি সংগঠনের সভাপতি আবদুস করিম, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ।
এসময় প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।