সদ্যবিদায়ী চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় আজ বুধবার (২৭ এপ্রিল) সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার দুপুরে তাজুল ইসলামের বরাত দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। আর তাতে দেশের সব জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়।
/এমএন